Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


২৪ দিন হাসপাতালে লড়াইয়ের পর মাইলস্টোন শিক্ষিকা মাহফুজার মৃত্যু

Main Image


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় মাহফুজা (৪৫) নামে আরও একজন শিক্ষিকা প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

শিক্ষিকা মাহফুজার মৃত্যু সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, দুপুর পৌনে একটার দিকে মাহফুজা মারা যান। তার দেহের ২৫ শতাংশ অংশ দগ্ধ ছিল।

 

এ ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। বর্তমানে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন এবং ১৪ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার এই ঘটনায় সরকারি হিসেবে শিক্ষার্থীসহ মোট ৩০ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন