Ad
Advertisement
Doctor TV

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫


ড্যাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ কে অভিনন্দন জানালো এনডিএফ, স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয়

Main Image

ছবিঃ সংগৃহীত


ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

 

রবিবার (১০ আগস্ট) এনডিএফ-এর অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনডিএফ-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন।

 

বিবৃতিতে তারা চিকিৎসকদের ন্যায্য অধিকার, জনগণের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নে ড্যাব-এর নতুন নেতৃত্বের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, গত ৯ আগস্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৫ এ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে হারুন-শাকিল পরিষদ।

আরও পড়ুন