ছবিঃ সংগৃহীত
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
রবিবার (১০ আগস্ট) এনডিএফ-এর অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনডিএফ-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন।
বিবৃতিতে তারা চিকিৎসকদের ন্যায্য অধিকার, জনগণের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নে ড্যাব-এর নতুন নেতৃত্বের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৯ আগস্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৫ এ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে হারুন-শাকিল পরিষদ।
আরও পড়ুন