Ad
Advertisement
Doctor TV

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫


ড্যাবের নির্বাচনে হারুন-শাকিল পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ বিজয়

Main Image

ছবি


বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কাউন্সিল নির্বাচনে হারুন-শাকিল পূর্ণ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের সরাসরি ভোটে পেশাজীবী এই সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।


 

ড্যাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার। রাত সাড়ে ১২টার পর তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ড্যাবের চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।


 

নির্বাচনে পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়—সভাপতি, সিনিয়র সহসভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব। মোট ভোটার ছিলেন ৩ হাজার ১৩১ জন। হারুন-শাকিল প্যানেল থেকে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি পদে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পূর্ণ জয় পান।


 

অপরদিকে আজিজ-শাকুর প্যানেলের সভাপতি পদে অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, মহাসচিব পদে ডা. আব্দুস শাকুর খান, সিনিয়র সহসভাপতি পদে ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষার, কোষাধ্যক্ষ পদে ডা. তৌহিদ উল ইসলাম এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. আবু মো. আহসান ফিরোজ প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. ওবায়দুল কবির অংশ নেন।


 

প্রসঙ্গত, অধ্যাপক ডা. হারুন আল রশিদ ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ড্যাবের নেতৃত্বে আছেন, আর অধ্যাপক ডা. আজিজুল হক ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।


 

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফর রহমান জানান, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা ছিল উল্লেখযোগ্য। সম্মানিত ভোটাররা গণতান্ত্রিক উপায়ে তাদের নেতা বেছে নিয়েছেন, যা ইতিবাচক দিক।


 

পূর্ণ প্যানেলে বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, ভোটাররা সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমে প্রকৃত নেতৃত্বকে নির্বাচিত করেছেন। হারুন-শাকিল প্যানেলের প্রতি আস্থা রাখায় চিকিৎসক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের সহযোগিতায় সামনে এগিয়ে যেতে চাই।

আরও পড়ুন