Advertisement
Doctor TV

শনিবার, ৯ আগস্ট, ২০২৫


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএমইউতে তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

Main Image

ছবিঃ সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থান দিবস ও মাস উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) মঙ্গলবার (৫ আগস্ট) নানা মহতী কর্মসূচির আয়োজন করে। এদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২-এ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও রুটিন ইনভেস্টিগেশন কার্যক্রম চালানো হয় যাতে প্রায় ৩ হাজার রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

 

চিকিৎসা সেবার আওতায় রোগীরা এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, সিবিসি, আরবিএস, এস-ক্রিয়েটিনাইন ও ইউরিন আর/এম/ইসহ বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা বিনামূল্যে করানোর সুযোগ পান। এছাড়া উন্নতমানের খাবার সরবরাহ এবং কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়া-মোনাজাতের আয়োজনও করা হয়।

 

চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন বিএমইউ’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, অর্থ ও হিসাব পরিচালক খন্দকার শফিকুল হাসান রতনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ভাইস-চ্যান্সেলর বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দিবস বৈষম্যহীন, অধিকারপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতির দিন। বিএমইউকে বিশ্বমানের চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

 

উল্লেখ্য, কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন