ছবিঃ সংগৃহীত
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নতুন করে কারও দেহে ভাইরাসটি শনাক্ত হয়নি। ফলে চলতি বছরের শুরু থেকে মোট আক্রান্তের সংখ্যা ৭২২ জনেই অপরিবর্তিত রইল।
রোববার (৩ আগস্ট) পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। তবে কোনোটিতেই করোনা শনাক্ত হয়নি। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
উল্লেখ্য, দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ, তিনজনের দেহে। এর ১০ দিন পর, ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয় এই ভাইরাসে। পরে ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট—এই দু’দিন সর্বাধিক ২৬৪ জন করে মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ২০২২ সাল থেকে আক্রান্ত ও মৃত্যুর হার ক্রমশ হ্রাস পেতে শুরু করে এবং একসময় তা শূন্যের কোটায় নেমে আসে।
আরও পড়ুন