Advertisement
Doctor TV

সোমবার, ৪ আগস্ট, ২০২৫


৩ আগস্ট “রক্তাক্ত জুলাই বিপ্লব-২০২৪” স্মরণে এনডিএফ, নিটোর এর দোয়া মাহফিল

Main Image

ছবিঃ সংগৃহীত


ন্যাশনাল ডাক্তার্স ফোরাম (এনডিএফ)-এর নেটোর শাখার উদ্যোগে “রক্তাক্ত জুলাই বিপ্লব-২০২৪” স্মরণে আজ একটি স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর আর জে গার্স্ট মিলনায়তন, নিটোর এ আয়োজিত এই অনুষ্ঠান শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে এবং শেষ হবে বিকেল ৩টায়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোঃ আবু সাদিক কায়েম।

 

আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা হবে এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে এনডিএফ নেতৃবৃন্দসহ চিকিৎসক সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুন