Advertisement
Doctor TV

সোমবার, ৪ আগস্ট, ২০২৫


"চিকিৎসকদের সাথে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির সম্পর্ক নৈতিকতার মানদন্ডে উন্নীত হওয়া প্রয়োজন"

Main Image

ছবিঃ সংগৃহীত


রাজধানীর একটি হোটেলে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন আয়োজিত একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, “চিকিৎসকদের সাথে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির সম্পর্ক নৈতিকতার মানদণ্ডে উন্নীত হওয়া এখন সময়ের দাবি।”

 

তিনি 'Ethical Considerations for Attending Pharmaceutical Seminars: Balancing Ethics, Academic Integrity and Professional Responsibilities' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করে বলেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানির পৃষ্ঠপোষকতায় আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে চিকিৎসকদের অংশগ্রহণ নিয়ে জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগ রয়েছে। তাই এমন প্রোগ্রামে অংশ নেওয়ার আগে নৈতিকতা, জনস্বার্থ, চিকিৎসা শিক্ষা ও গবেষণার প্রাধান্য নিশ্চিত করা জরুরি।

 

ডা. শাহিনুল আলম আরও বলেন, “চিকিৎসা নিতে গিয়ে অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়ছে, প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ গরীব হচ্ছেন। তাই এখন আর চুপ করে থাকার সময় নেই। ব্যক্তিস্বার্থ নয়, রোগীর কল্যাণকেই অগ্রাধিকার দিতে হবে।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস। আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক ডা. আব্দুল মুকিত, অধ্যাপক ডা. ধ্রুব দাস, অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম চৌধুরী, ডা. সৈয়দ মাহতাব উল ইসলাম, ডা. এনামুল কবির এবং ডা. আনিসুজ্জামান।

 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত এবং ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ শহীদদের ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিশুদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ডা. গোলাম মাহবুব সিকদার জুলাই আন্দোলন নিয়ে একটি বিশেষ ডকুমেন্টারি উপস্থাপন করেন।

আরও পড়ুন