Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫


উত্তরা ট্র্যাজেডি: আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য উপদেষ্টার পরিদর্শন

Main Image

ছবিঃ সংগ্রহীত


উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

 

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান এবং বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন।

 

এর আগে সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও ভবনে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ভবনে উপস্থিত বহু শিক্ষার্থী হতাহত হন।

 

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উদ্ধার তৎপরতায় যুক্ত হয় সেনাবাহিনী ও বিজিবি। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে বিমান বাহিনীর হেলিকপ্টারও ব্যবহৃত হয়।

 

সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন এবং ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন