উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহতদের সরকারি ও বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।
সোমবার (২১ জুলাই) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় আহতদের সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো হাসপাতালে চিকিৎসা দেওয়া সম্ভব না হয়, তাহলে রোগীকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে সোমবার দুপুর ১টার কিছু পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্কুল ভবন ও বিমানটিতে আগুন ধরে যায়। শিক্ষার্থীদের ভেতরে অবস্থানকালে এ ঘটনা ঘটায় হতাহতের সংখ্যা ভয়াবহ রূপ নেয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। পরে উদ্ধার অভিযানে সেনাবাহিনী ও বিজিবিও যোগ দেয়। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে এবং শতাধিক ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন