Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫


উত্তরায় বিমান বিধ্বস্ত: মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

Main Image


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

 

রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

নিহত ও আহতদের স্মরণে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে, তবে আহতের সংখ্যা আরও বেশি।

 

ঘটনার পর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রেস উইং থেকে প্রকাশিত শোকবার্তায় তিনি বলেন,
"এই দুর্ঘটনায় বিমানসেনা ও শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, অভিভাবকসহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতি অপূরণীয়। জাতির জন্য এটি এক গভীর বেদনার ক্ষণ। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট সব হাসপাতাল ও কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি।"

আরও পড়ুন