ছবিঃ সংগ্রহীত
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে একই সময়ে এই ভাইরাসে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৪৬ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত করোনা আপডেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ২০২টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ২ জনের রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ, পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ৯৯ শতাংশ।
চলতি বছর (২০২৫) এখন পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ১২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন।
দেশে করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৪৫০ জনের। আর সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৬ জনের।
বর্তমানে দেশে করোনা রোগীদের সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ। আর সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশে দাঁড়িয়েছে।
আরও পড়ুন