Advertisement
Doctor TV

সোমবার, ২১ জুলাই, ২০২৫


৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ জন

Main Image

ছবিঃ সংগ্রহীত


৪৮তম বিশেষ বিসিএসের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তাঁরা পরবর্তী ধাপ হিসেবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

 

রোববার দিবাগত রাত ১২টার দিকে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৮ জুলাই অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

 

ফলাফল পিএসসির ওয়েবসাইট থেকে দেখা ও ডাউনলোড করা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। এছাড়া ফলাফলে কোনো যুক্তিসংগত সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

 

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, "রোডম্যাপ অনুযায়ী সোমবারের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা ছিল। তবে প্রস্তুতি শেষ হওয়ায় তা আগেই প্রকাশ করা হয়েছে।"

উল্লেখ্য, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগের কথা রয়েছে। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন