ছবিঃ সংগ্রহীত
আগামী ২৬ জুলাই ২০২৫, শুক্রবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে হেপাটাইটিস বি ও সি স্ক্রিনিং কর্মসূচির আয়োজন করেছে হেপাটোলজি সোসাইটি, ঢাকা, বাংলাদেশ। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার কলাবাগানে অবস্থিত মবিন খান লিভার সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এই জনসচেতনতামূলক কার্যক্রমে ওষুধ কোম্পানি এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।
এই উদ্যোগের আওতায় আগত সবার জন্য হেপাটাইটিস বি ও সি পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে।
আয়োজকেরা জানান, হেপাটাইটিস একটি নীরব ঘাতক। অনেক সময় উপসর্গ না থাকলেও এটি লিভার সিরোসিস ও ক্যানসারের ঝুঁকি বহন করে। তাই সময়মতো স্ক্রিনিং ও চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দেশের জনগণকে হেপাটাইটিস সম্পর্কে সচেতন করা এবং রোগের প্রাথমিক অবস্থায় শনাক্তকরণের সুযোগ সৃষ্টি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
আরও পড়ুন