ছবিঃ সংগ্রহীত
শনিবার(১৯ জুলাই) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘অ্যান্টি এইচবিসি টোটাল পজিটিভ-ধারণা ও ভুল ধারণা’ শিরোনামে হেপাটোলজি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মবিন খান ডিজিটালক্লাসরুমে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সভা।, যেখানে হেপাটাইটিস বি ভাইরাস (HBV) সংক্রান্ত নানা জটিলতা ও ভ্রান্ত ধারণা নিয়ে বিশদ আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ও হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, রেসিডেন্টসহ দেশ-বিদেশের স্বনামধন্য লিভার বিশেষজ্ঞরা।
মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডা. সৌরভকুমার চক্রবর্তী। তিনি ডিজিটাল মাধ্যমে অ্যান্টি এইচবিসি টোটাল রিপোর্টের ক্লিনিক্যাল গুরুত্ব, ভুল ধারণা, ওপরীক্ষার প্রেক্ষাপট তুলে ধরেন। ডায়ালাইসিস রোগীদের জন্য বিশেষ নির্দেশনা।
প্রশ্নোত্তর পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। বিশেষজ্ঞদের মতে, হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণেরক্ষেত্রে যদি ইমিউনোসাপ্রেসিভ চিকিৎসাগ্রহণ, এইচআইভি বা এইচসিভির সহ-সংক্রমণ, ক্রিপ্টোজেনিক লিভার ডিজিজ, সিরোসিস বা হিমোডায়ালাইসিসের মতো উচ্চ সংক্রমণ ঝুঁকির অবস্থা থাকে, তাহলে অ্যান্টি এইচবিসি টোটাল পরীক্ষার পাশাপাশি প্রয়োজনে এইচবিভি-ডিএনএ পরীক্ষাও করা জরুরি। তবেএসব উচ্চ ঝুঁকির অবস্থানা থাকলে রোগীর অবস্থা মূল্যায়নে অ্যান্টি এইচবিএস ও এএলটি পরীক্ষাই যথেষ্ট হতে পারে। আলোচনায় আরও বলা হয়, অ্যান্টিএইচবিসি টোটাল পজিটিভ রোগীদের টিকাদানের প্রয়োজন নেই। পাশাপাশি ওবিআই (Occult HBV Infection) রোগীদের ডায়ালাইসিসের সময় এইচবিভি নেগেটিভবা পজিটিভ রোগীদের থেকে আলাদা পরিবেশে চিকিৎসা নিশ্চিত করা উচিত।
সভায় আরও জানানো হয়, শুধুমাত্র অ্যান্টিএইচবিসি টোটাল পজিটিভ হলেই টিকা নেওয়ার প্রয়োজন নেই এবং এসব রোগীদের ডায়ালাইসিসের জন্য আলাদা সেটিংস নিশ্চিত করা জরুরি।
সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আইয়ুব আল মামুন, সহযোগী অধ্যাপক ডা. মাহবুবুল আলম প্রিন্স এবং সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এলিন প্রমুখ।
হেপাটাইটিসবি বিষয়ে সচেতনতা ও আধুনিক চিকিৎসা-গাইডলাইনের আলোকে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে করার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা।
আরও পড়ুন