ছবিঃ সংগৃহীত
বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসককে হেনস্তা ও এক নারীকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে বদিউজ্জামান মিন্টু নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্লাবন হালদার জানান, ওইদিন দুপুরে বদিউজ্জামান মিন্টু জরুরি বিভাগে এসে জানান, তিন দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর পা কেটে গেছে। এ সময় চিকিৎসক তাঁকে টিটেনাস ইনজেকশন নেওয়ার পরামর্শ দেন। কিন্তু এ পরামর্শে অসন্তুষ্ট হয়ে মিন্টু ব্যবস্থাপত্রটি ছিঁড়ে চিকিৎসকের টেবিলে ছুড়ে মারেন এবং বেরিয়ে যেতে থাকেন।
চিকিৎসক তখন মন্তব্য করেন, “এসব লোক কোথা থেকে আসে!” এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে মিন্টু ফিরে এসে তাঁকে গালাগাল করেন। প্লাবন পেছনে সরে গেলে মিন্টু সামনে থাকা এক নারীকে উদ্দেশ্য করে অশালীন আচরণ করেন এবং তাকে কয়েকটি থাপ্পড় দেন।
ভুক্তভোগী নারী বিথি আক্তার (৩৪) বলেন, “আমি বড় বোনের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলাম। তখন মিন্টুর রূঢ় আচরণ দেখে বলি, একজন ডাক্তারের সঙ্গে এমন ব্যবহার ঠিক নয়। এতেই তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে গালে ও মাথায় থাপ্পড় মারেন এবং গালাগাল করেন।”
অভিযোগের বিষয়ে বদিউজ্জামান মিন্টু বলেন, “পা কাটার ঘটনার তিন দিন পর টিটেনাস দেওয়ার কথা বলায় আমি বলি, অন্য চিকিৎসক বলেছেন ২৪ ঘণ্টার মধ্যে ইনজেকশন নিতে হয়। তখন আমি বের হচ্ছিলাম। এ সময় পেছন থেকে ডা. প্লাবন আমাকে নিয়ে বিরূপ মন্তব্য করেন, যা শুনে আমি প্রতিবাদ করি।”
এ বিষয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান বলেন, “ঘটনার বিষয়টি জেলা সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আরও পড়ুন