ছবিঃ সংগৃহীত
বদলি, পদোন্নতি ও নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর পরিচয় ব্যবহার করে একটি প্রতারকচক্র সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পদের কর্মকর্তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করছে। তারা বদলি, পদোন্নতি ও নিয়োগে সহায়তার আশ্বাস দিয়ে আর্থিক লেনদেনের প্রস্তাব দিচ্ছে। ইতোমধ্যে এ ধরনের একাধিক অভিযোগ মন্ত্রণালয়ের নজরে এসেছে।
স্বাস্থ্য সেবা বিভাগ বলেছে, বদলি, পদোন্নতি ও নিয়োগ সংক্রান্ত কার্যক্রম নির্ধারিত বিধিবিধান ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়। এসব প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। প্রতারকচক্রের প্রলোভনে পড়ে কেউ যেন আর্থিক লেনদেনে জড়িত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া আর্থিক লেনদেনের প্রস্তাব প্রদানকারী বা এর সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন