Advertisement
Doctor TV

বুধবার, ১৬ জুলাই, ২০২৫


দুদকের মামলার জেরে সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Main Image

ছবিঃ সংগৃহীত


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। হেলথ পলিসি ওয়াচের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগে দুটি মামলা দায়ের করার পর ডব্লিউএইচও এই সিদ্ধান্ত নেয়। গতকাল শুক্রবার (১১ জুলাই) থেকে তার ছুটি কার্যকর হয়েছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস এক অভ্যন্তরীণ ইমেইলের মাধ্যমে সংস্থার কর্মীদের বিষয়টি অবহিত করেন। তিনি জানান, শুক্রবার থেকেই সায়মা পুতুল ছুটিতে রয়েছেন।

ডব্লিউএইচও আরও জানিয়েছে, সংস্থার সহকারী মহাপরিচালক ড. ক্যাথরিন ১৫ জুলাই থেকে নয়াদিল্লিতে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে দায়িত্ব পালন করবেন।

 

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারিতে ডব্লিউএইচও'র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ পুতুল। তবে তার মনোনয়ন প্রক্রিয়া শুরু থেকেই বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে এই পদে মনোনীত করা হয়।

আরও পড়ুন