বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) জুলাই-২০২৫ শিক্ষাবর্ষের এমডি রেসিডেন্সি প্রোগ্রাম ফেজ-‘এ’ ক্লিনিক্যাল পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ করা হয়েছে। চিকিৎসা অনুষদের অধীনে এই পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট শ্রেণিকক্ষ ও ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৮ জুলাই) বিএমইউর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমডি মেডিসিন রেসিডেন্সি প্রোগ্রামের ফেজ-‘এ’ পরীক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার এই সূচি অবগতি ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য বিএসএমএমইউর সব অনুষদের ডিন, অধ্যক্ষ, পরিচালক, সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান ও কোর্স পরিচালকসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।
পরীক্ষার বিস্তারিত সূচি :
> চর্ম ও যৌন রোগবিদ্যা: এই বিষয়ের পরীক্ষা আগামী ১৩ জুলাই ২০২৫, সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এতে মোট ৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। পরীক্ষাটি অভ্যন্তরীণ চিকিৎসা বিভাগের শ্রেণিকক্ষে (কক্ষ নং ১৭১৮) অনুষ্ঠিত হবে।
> সন্ধিবাত ও অস্থিরোগ: সন্ধিবাত ও অস্থিরোগ বিষয়ের পরীক্ষা ১৬ জুলাই ২০২৫, সকাল ৯টায় নির্ধারিত হয়েছে। এই পরীক্ষায় ২ জন পরীক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষা অনুষ্ঠিত হবে সন্ধিবাত বিভাগের ১৭ তলা, ব্লক-ডি, কক্ষ নং ১৭১৮-এ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব বিষয়ের ক্লিনিক্যাল পরীক্ষা একাধিক দিনে অনুষ্ঠিত হবে, সেসব ক্ষেত্রে পরীক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী নির্দিষ্ট দিনে পরীক্ষা দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা আহ্বায়ক জানিয়ে দেবেন। নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন