Advertisement
Doctor TV

বুধবার, ৯ জুলাই, ২০২৫


এএমজেড হাসপাতালে উন্নত ও পূর্ণাঙ্গ স্ট্রোক চিকিৎসাকেন্দ্র উদ্বোধন

Main Image


রাজধানীর এএমজেড হাসপাতালে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো দেশের অন্যতম উন্নত ও পূর্ণাঙ্গ স্ট্রোক চিকিৎসাকেন্দ্র “AMZ Acute Stroke Unit”। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, প্রশিক্ষিত চিকিৎসকবৃন্দ ও আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণ করে গড়ে তোলা এই ইউনিটটি দেশে স্ট্রোক ব্যবস্থাপনায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা নিউরোলজিস্ট, নিউরোসার্জন, মেডিসিন বিশেষজ্ঞ, এএমজেড হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহযোগী প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর প্রতিনিধিগণ।

হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. লিমা রহমান উদ্বোধনী বক্তব্যে বলেন, “স্ট্রোক ব্যবস্থাপনায় সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগীর ‘গোল্ডেন আওয়ার’-এ সঠিক সিদ্ধান্ত ও চিকিৎসা নিশ্চিত করতেই এই সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। এখানে রয়েছে ২৪/৭ জরুরি সেবা, উন্নত নিউরো ইমেজিং, থ্রোম্বোলাইসিস থেরাপি এবং অভিজ্ঞ স্ট্রোক ম্যানেজমেন্ট টিম।”

 

নিউরোসার্জন ও সহযোগী অধ্যাপক ডা. মোঃ মোতাশিমুল হাসান শিপলু বলেন, “স্ট্রোক একটি গুরুতর স্নায়ুবিক অবস্থা হলেও সময়োপযোগী চিকিৎসার মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই তা নিয়ন্ত্রণযোগ্য। এ কারণেই বলা হয়, ‘Time is Brain’। এই সেন্টারে নিউরো ইমেজিং, মেডিসিন, সার্জারি ও রিহ্যাবিলিটেশন—সব বিভাগ একত্রে কাজ করবে, যা চিকিৎসায় সমন্বিত ও কার্যকর একটি কাঠামো গড়ে তুলবে।”

 

নিউরোলজিস্ট ডা. মো. বজলুর রশিদ সুমন বলেন, “বাংলাদেশে স্ট্রোকের ঝুঁকি ক্রমবর্ধমান। এই ইউনিটে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ‘গোল্ডেন আওয়ার’ প্রটোকল বাস্তবায়নের মাধ্যমে একটি মানসম্পন্ন জরুরি সেবা নিশ্চিত করা হয়েছে।”সমাপনী বক্তব্যে এএমজেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: জুলফিকার আলী, স্ট্রোক সেন্টার প্রতিষ্ঠায় সহযোগিতা ও বৈজ্ঞানিক অংশীদারত্বের জন্য রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

স্ট্রোক সেন্টারের প্রধান বৈশিষ্ট্যসমূহ:

 

১/ ২৪/৭ জরুরি স্ট্রোক রেসপন্স টিম

২/ উন্নত নিউরো ইমেজিং সুবিধা

৩/ থ্রোম্বোলাইসিস থেরাপি ও সার্জিকাল ইন্টারভেনশন (যেমন: মেকানিক্যাল থ্রম্বেক্টমি)

৪/ অভিজ্ঞ নিউরোলজি ও নিউরোসার্জারি বিশেষজ্ঞ দল

৫/ অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ প্যানেল

৬/ ২৪/৭ আইসিইউ, এইচডিইউ ও ক্যাথ ল্যাব সুবিধা

৭/ পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা

৮/ স্ট্রোক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ


বিশেষজ্ঞদের মতে, AMZ Acute Stroke Unit দেশের স্ট্রোক ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে এবং রোগীদের নির্ভরযোগ্য ও মানসম্পন্ন চিকিৎসা প্রদানে অগ্রণী ভূমিকা রাখবে।

আরও পড়ুন