Advertisement
Doctor TV

বুধবার, ৯ জুলাই, ২০২৫


তামাক, অ্যালকোহল ও চিনিযুক্ত পানীয়তে ৫০% স্বাস্থ্য কর আরোপের আহ্বান WHO’র

Main Image

ছবিঃ সংগৃহীত


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) “3 by 35” নামে একটি নতুন বৈশ্বিক উদ্যোগ চালু করেছে, যার লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে তামাক, অ্যালকোহল ও চিনি-মিশ্রিত পানীয়ের প্রকৃত মূল্য অন্তত ৫০ শতাংশ বাড়ানো। এই উদ্যোগের উদ্দেশ্য হলো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য খাতে রাজস্ব বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করা।

WHO বলছে, হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সারের মতো অসংক্রামক রোগ বর্তমানে বিশ্বে ৭৫ শতাংশের বেশি মৃত্যুর জন্য দায়ী। গবেষণা অনুযায়ী, এ ধরনের পণ্যে এককালীন ৫০ শতাংশ মূল্যবৃদ্ধি করা গেলে আগামী ৫০ বছরে প্রায় ৫ কোটি অকাল মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

 

WHO-এর সহকারী মহাপরিচালক ডা. জেরেমি ফারার বলেন, “স্বাস্থ্যকর কর ক্ষতিকর পণ্যের ব্যবহার কমাতে এবং স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে রাজস্ব বিনিয়োগে অত্যন্ত কার্যকর হাতিয়ার। এখনই পদক্ষেপ নেওয়ার সময়।”

 

এই উদ্যোগের মাধ্যমে আগামী ১০ বছরে বিশ্বজুড়ে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার কর রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে বিশ্বের প্রায় ১৪০টি দেশে তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানো হয়েছে, যার ফলে গড়ে ৫০ শতাংশের বেশি মূল্যবৃদ্ধি হয়েছে।

 

তবে WHO জানিয়েছে, এখনো অনেক দেশ তামাক শিল্পসহ ক্ষতিকর পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে করছাড় দিয়ে যাচ্ছে বা দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে কর বৃদ্ধি সীমিত রাখছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি।

“3 by 35” উদ্যোগে WHO বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে, যারা দেশগুলোকে নীতিমালা প্রণয়ন, কারিগরি সহায়তা ও বাস্তবভিত্তিক পরামর্শ দিয়ে সাহায্য করবে।

উদ্যোগটি তিনটি মূল লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হবে:

১। ক্ষতিকর পণ্যের ব্যবহার কমিয়ে ভবিষ্যতের চিকিৎসা ব্যয় ও মৃত্যু হ্রাস;
২। রাজস্ব সংগ্রহের মাধ্যমে সার্বজনীন স্বাস্থ্যসেবা ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন;
৩। স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়, সংসদ সদস্য, গবেষক ও নাগরিক সমাজকে সম্পৃক্ত করে কার্যকর নীতিমালা বাস্তবায়ন।

 

WHO সকল দেশ, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজকে “3 by 35” উদ্যোগে যুক্ত হয়ে স্বাস্থ্যবান্ধব ও ন্যায্য করনীতির প্রতি প্রতিশ্রুতি প্রদানের আহ্বান জানিয়েছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

আরও পড়ুন