ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পাটি (এনসিপি) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পদে নতুন নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সুপার স্পেশালাইজড হাসপাতালের স্বাস্থ্যসেবায় চলমান অচলাবস্থা নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে দলটি।
দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মো. আব্দুল আহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বিএমইউ-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিদ্যমান মেডিকেল অফিসারদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে, যার ফলে ছাত্রছাত্রী, কর্মকর্তা ও সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা ব্যাঘাত ঘটছে। এমন পরিস্থিতিতে সময়োপযোগী ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন মেডিকেল অফিসার নিয়োগ এখন অত্যন্ত জরুরি।
স্মারকলিপিতে বিএমইউ-তে অবিলম্বে ৫০০ মেডিকেল অফিসার, ৫০০ নার্স, ২০০ শিক্ষক, ২০০ জন ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী, এবং ১০০ টেকনোলজিস্ট নিয়োগের সুপারিশ করা হয়।
এনসিপি নেতারা আশা প্রকাশ করেন, ভাইস চ্যান্সেলরের বিচক্ষণতা ও নেতৃত্বে দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত ও শক্তিশালী হবে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা।
আরও পড়ুন