Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫


শিক্ষক নিয়োগের দাবিতে ময়মনসিংহ আইএইচটির মানববন্ধন

Main Image

ছবিঃ সংগৃহীত


শিক্ষক নিয়োগ ও ক্লাস চালুর দাবিতে ময়মনসিংহের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ ও পর্যাপ্ত শিক্ষক না থাকায় তিনটি ব্যাচের ১৫৬ শিক্ষার্থীর পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 

রোববার (২৯ জুন) শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে মানববন্ধনের মাধ্যমে এই দাবি জানান।

জানা গেছে, ২০২২ সালে ডা. সাইফুল ইসলাম খান অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেও চলতি বছরের মার্চে তিনি পদোন্নতি পেয়ে সিভিল সার্জন পদে চলে যান। এরপর থেকে অধ্যক্ষের পদটি শূন্য রয়েছে, ফলে প্রশাসনিক কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে।

 

শিক্ষার্থীদের অভিযোগ, চার মাস ধরে প্রতিষ্ঠানটি অধ্যক্ষবিহীন অবস্থায় রয়েছে। পাশাপাশি স্থায়ী শিক্ষকও নেই। কিছু অতিথি শিক্ষক সপ্তাহে মাত্র চার দিন ক্লাস নেন, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

কলেজ সূত্রে জানা গেছে, সরকারি এই কলেজে বর্তমানে তিনটি ব্যাচের ক্লাস চললেও শিক্ষক সংকটের কারণে কোনো ব্যাচই এখনও প্রথম বর্ষ শেষ করতে পারেনি। বর্তমানে প্রতিষ্ঠানটিতে দুটি বিভাগ চালু রয়েছে—ল্যাবরেটরি এবং রেডিওলজি। ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়েছে গত ফেব্রুয়ারিতে, কিন্তু চার মাস পার হলেও ফলাফল এখনও প্রকাশিত হয়নি।

আরও পড়ুন