Ad
Advertisement
Doctor TV

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের একজন চিকিৎসকের ওপর হামলা

Main Image


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীর স্বজনের হাতে লাঞ্ছনার শিকার হয়েছেন নিউরো সার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক মঈনুল আহমেদ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ জুন) বিকেল পাঁচটার দিকে।

চিকিৎসকের ওপর হামলার ঘটনার পরপরই নিউরো সার্জারি বিভাগ সাময়িকভাবে সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করে। 

 

তবে শনিবার (২৮ জুন) সকাল থেকে বিভাগটির চিকিৎসাসেবা আবারও স্বাভাবিকভাবে চালু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

এ ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরিবেশ স্বাভাবিক হয়।

আরও পড়ুন