ছবিঃ সংগৃহীত
সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ৪০টি প্রতিষ্ঠান ও স্থাপনা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম সরিয়ে নিয়েছে।
এ ছাড়া তাদের নামে নামকরণ করা মোট ৯৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮০৮টির নাম ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে। বাকি ১৬৯টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রক্রিয়া চলমান রয়েছে।
এই তথ্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে জানানো হয়েছে।
প্রেস উইং জানায়, স্বাস্থ্যসেবা বিভাগে ২০টি এবং স্বাস্থ্য শিক্ষা বিভাগে আরও ২০টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে রাখা হয়েছিল, যেগুলোর নাম বর্তমানে পরিবর্তন করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা বিভাগে যেসব প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তিত হয়েছে
১. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন (২য় সংশোধিত প্রকল্প), সংশোধিত নাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প।
২. শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রণীত মহাপরিকল্পনা আওতাধীন ভূমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়নসহ মৌলিক অবকাঠামো নির্মাণ প্রকল্প, (সংশোধিত নাম উল্লেখ করা হয়নি)।
৩. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, সংশোধিত নাম ফরিদপুর মেডিকেল কলেজ।
৪. শেখ হাসিনা মেডিকেল কলেজ, সংশোধিত নাম হবিগঞ্জ মেডিকেল কলেজ।
৫. শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, সংশোধিত নাম গোপালগঞ্জ মেডিকেল কলেজ।
৬. বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সংশোধিত নাম সুনামগঞ্জ মেডিকেল কলেজ।
৭. শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, সংশোধিত নাম মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজি।
৮. শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, সংশোধিত নাম জামালপুর ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজি।
৯. শেখ সায়েরা খাতুন নার্সিং কলেজ, সংশোধিত নাম গোপালগঞ্জ নার্সিং কলেজ।
১০. শেখ হাসিনা মেডিকেল কলেজ, সংশোধিত নাম টাঙ্গাইল মেডিকেল কলেজ।
১১. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নার্সিং ইনস্টিটিউট, সংশোধিত নাম পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউট।
১২. শেখ রাসেল ডিজিটাল ল্যাব, সংশোধিত নাম আইসিটিডি ডিজিটাল ল্যাব, নোয়াখালী।
১৩. শেখ রাসেল ডিজিটাল ল্যাব, সংশোধিত নাম আইসিটিডি ডিজিটাল ল্যাব, সিলেট।
১৪. শহীদ শামসুন নেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সংশোধিত নাম শহীদ রমিজ উদ্দিন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, হাজারীবাগ, ঢাকা।
১৫. শেখ হাসিনা মেডিকেল কলেজ, সংশোধিত নাম জামালপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়।
১৬. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শিশু কার্ডিওলজি ও শিশু কার্ডিয়াক সার্জারি ইউনিট স্থাপন প্রকল্প, সংশোধিত নাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শিশু কার্ডিওলজি ও শিশু কার্ডিয়াক সার্জারি ইউনিট স্থাপন প্রকল্প।
১৭. শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ, সংশোধিত নাম হবিগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ।
১৮. শেখ হাসিনা মেডিকেল কলেজ, সংশোধিত নাম টাঙ্গাইল মেডিকেল কলেজ।
১৯. বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টার স্থাপন প্রকল্প, সংশোধিত নাম ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টার স্থাপন প্রকল্প।
২০. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সংশোধিত নাম সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।
স্বাস্থ্যসেবা বিভাগে যেসব প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তিত হয়েছে
১. শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সংশোধিত নাম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
২. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল, সংশোধিত নাম ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
৩. শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, সংশোধিত নাম খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়।
৪. শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল, সংশোধিত নাম কেপিজে বিশেষায়িত হাসপাতাল, গাজীপুর।
৫. শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল, সংশোধিত নাম গোপালগঞ্জ শেখ মেডিকেল কলেজ হাসপাতাল।
৬. মাদারীপুর শেখ রাসেল দক্ষিণ ধুয়াসার কমিউনিটি ক্লিনিক, সংশোধিত নাম দক্ষিণ ধুয়াসার কমিউনিটি ক্লিনিক।
৭. শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, সংশোধিত নাম গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।
৮. শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, সংশোধিত নাম গোপালগঞ্জ ডেন্টাল কলেজ।
৯. বঙ্গবন্ধু (দলদলিয়া) ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, সংশোধিত নাম দলদলিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদি, কিশোরগঞ্জ।
১০. শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, সংশোধিত নাম মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ অব টেকনোলজি।
১১. ২০ শয্যা বিশিষ্ট ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার, সংশোধিত নাম ২০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার, মাদারীপুর।
১২. সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।
১৩. শেখ সাহেরা খাতুন ট্রমা সেন্টার, সংশোধিত নাম গোপালগঞ্জ ট্রমা সেন্টার।
১৪. শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, সংশোধিত নাম খুলনা বিশেষায়িত হাসপাতাল।
১৫. বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সংশোধিত নাম সুনামগঞ্জ মেডিকেল কলেজ।
১৬. শেখ হাসিনা মেডিকেল কলেজ, সংশোধিত নাম হবিগঞ্জ মেডিকেল কলেজ।
১৭. শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, সংশোধিত নাম জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
১৮. ২০০ শয্যা বিশিষ্ট সুকান্ত বাবু শিশু হাসপাতাল, সংশোধিত নাম বরিশাল শিশু হাসপাতাল।
১৯. শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল, সংশোধিত নাম গোপালগঞ্জ মেডিকেল কলেজ।
২০. শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, সংশোধিত নাম ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।
আরও পড়ুন