Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫


স্বাস্থ্যের উপ-পরিচালক পদে পদোন্নতি: ২৪৩ চিকিৎসকের হালনাগাদের তালিকা প্রকাশ

Main Image


স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের উপ-পরিচালক ও সমমান পদে সুপারনিউমেরারি হিসেবে পদোন্নতির হালনাগাদ জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ১১টি বিসিএসের (১৫তম থেকে ২৫তম) ২৪৩ জন সহকারী পরিচালক, সিভিল সার্জন ও সমমানের কর্মকর্তার নাম এতে স্থান পেয়েছে। মঙ্গলবার (২৪ জুন) এক নোটিশের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়।

 

অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. আবু হানিফ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের (১৫-২৫তম বিসিএস পর্যন্ত) সহকারী পরিচালক ও সিভিল সার্জন বা সমমান নিয়মিত হিসেবে কর্মরত কর্মকর্তাদের উপপরিচালক ও সমমান পদে সুপানিউমেরারি হিসেবে পদোন্নতি জন্য হালনাগাদ জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করা হলো। তালিকায় যদি কারো নাম বাদ পড়ে, তাহলে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৬ জুনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিকট প্রেরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

তালিকায় অন্তর্ভুক্তদের ক্ষেত্রে কাগজপত্র প্রেরণের প্রয়োজন নেই বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে।

 

নোটিশ দেখতে ক্লিক করুন 

আরও পড়ুন