Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫


চট্টগ্রাম আর্মি মেডিক্যাল কলেজে নবাগত শিক্ষার্থীদের রিসেপশন সম্পন্ন

Main Image


চট্টগ্রাম আর্মি মেডিক্যাল কলেজের ১১ তম ব্যাচের শিক্ষার্থীদের রিসেপশন এবং হোয়াইট কোট সেরিমনি উদযাপিত হয়েছে। ১৬ জুন (সোমবার) উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের আমন্ত্রণ জানা়ন কলেজ কর্তৃপক্ষ।  
 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম আর্মি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ। পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে নবাগত ক্যাডেটরা হোয়াইট কোট ও অ্যাপুলেট পরিধান করেন এবং অধ্যক্ষ কর্তৃক শপথ বাক্য পাঠ করার মাধ্যমে তাদের জীবনের নতুন অধ্যায়ের শুভ সূচনা করেন। 
 

আমন্ত্রিত অতিথিদের সৌজন্যে একটি চমকপ্রদ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীরা।
 

পরিশেষে কলেজের সম্মানিত চিফ এক্সিকিউটিভ অফিসার দিক নির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন ।
 

অনুষ্ঠানের শেষাংশে কলেজের প্রশাসনিক ও হিসাব শাখার কার্যবিবরণী সম্পর্কে নবাগত শিক্ষার্থী ও অভিভাবকগণকে অবহিত করা হয়।

আরও পড়ুন