পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে চলমান ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসেবে আজ ঢাকা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দাবি বাস্তবায়ন নিয়ে কোনো সুস্পষ্ট অগ্রগতির আশ্বাস না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বৈঠকে গতকাল জারি করা হল ত্যাগের নোটিশ প্রসঙ্গে জানতে চাইলে, কলেজ কর্তৃপক্ষ আজও হল ত্যাগের নির্দেশ বহাল রাখে। তবে শিক্ষার্থীরা এই নির্দেশ অযৌক্তিক হিসেবে উল্লেখ করে তা সরাসরি প্রত্যাখ্যান করে। তারা জানিয়েছেন, আন্দোলন চলাকালীন তারা হলেই অবস্থান করবেন এবং কোনো প্রকার চাপের মুখে পিছু হটবেন না।
শিক্ষার্থীরা জানান, আন্দোলনের শুরু থেকে তারা আবাসন ব্যবস্থার নাজুক পরিস্থিতি, বাজেট ও কার্যক্রমে শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সুস্পষ্ট সময়সীমা বা বাস্তবায়ন পরিকল্পনা তারা পাননি।
এই অবস্থায় শিক্ষার্থীরা স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন, আগামীকাল দুপুর ১২টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের ঢাকা মেডিকেল কলেজে এসে বাস্তব অবস্থা সরেজমিনে পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে হবে। তারা হুঁশিয়ার করে বলেন,“এই সময়সীমার মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
উল্লেখ্য, কয়েকদিন ধরেই ঢাকা মেডিকেল কলেজে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন, যার মধ্যে রয়েছে- দ্রুত নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের বাজেট পাস, নতুন ভবন চালু না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা, নতুন একাডেমিক ভবনের বাজেট অনুমোদন, পৃথক বাজেট ও দ্রুত বাস্তবায়ন পরিকল্পনা, কার্যক্রমে শিক্ষার্থী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।
আরও পড়ুন