Ad
Advertisement
Doctor TV

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫


ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Main Image

ছবিঃ সংগৃহীত


ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, যা কার্যকর হবে রোববার (২২ জুন) থেকে।

 

শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমবিবিএস শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

 

এছাড়া, শিক্ষার্থীদের আগামীকাল রোববার দুপুর ১২টার মধ্যে হোস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

তবে এই সিদ্ধান্তের বাইরে থাকছেন বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষার্থীরা এবং বিদেশি শিক্ষার্থীরা—তাদের একাডেমিক কার্যক্রম আগের মতোই চলবে।

সূত্রমতে, আবাসনসহ পাঁচ দফা দাবিতে কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। আন্দোলনের জেরে কলেজ কর্তৃপক্ষ এই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন