Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫


বিএমইউর রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি কোর্সের ফি কমলো ১৫ শতাংশ

Main Image


রেসিডেন্সি ও নন-রেসিডেন্সির সকল কোর্সের ভর্তি ফি ১৫ শতাংশ কমালো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। শনিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। 

 

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩১.০৫.২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানে রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি কোর্সে ভর্তিকৃত (সুপারিশ প্রাপ্ত) শিক্ষার্থীদের বর্তমানে নির্ধারিত ভর্তির ফি, টিউশন ফি ও পরীক্ষার ফি থেকে ১৫ শতাংশ হ্রাস করে পুনঃনির্ধারন করার বিষয়টি অনুমোদিত। 

 

এই আদেশ সিন্ডিকেট সভার তারিখ অর্থাৎ ৩১.০৫.২০২৫ ইং তারিখ থেকে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। 

 

আরও পড়ুন