Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


সাতক্ষীরায় একজনের করোনা শনাক্ত

Main Image


সাতক্ষীরায় চলতি বছরে প্রথমবারের মতো একজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

 

আক্রান্ত রোগীর নাম মাহফুজার রহমান (৬০)। তিনি সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান এলাকার বাসিন্দা।

 

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানান, গত বুধবার রাতে মাহফুজার রহমান করোনা পরীক্ষার জন্য সদর হাসপাতালে আসেন। পরীক্ষা করার পর তার রিপোর্টে করোনা পজিটিভ ফল আসে। এরপরই তাঁকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তার সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জেলা পর্যায়ে সতর্কতা জারি করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে।

আরও পড়ুন