Ad
Advertisement
Doctor TV

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫


রক্তদাতাদের সম্মান জানাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

Main Image


বুধবার (১৮ জুন) বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বিএমইউ’র ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের আয়োজিত এক সেমিনার আয়োজিত  হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও রক্তদাতাদের সম্মাননা সনদ প্রদান করা হয়।

সেমিনারে জানানো হয়, ২০২৪ সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ মোট ৩৩,৫৯৩ ব্যাগ রক্ত সংগ্রহ করেছে। এর মধ্যে ৩৭৯ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেছেন, বাকি রক্ত সংগ্রহ করা হয়েছে রোগীর স্বজনদের কাছ থেকে। এই রক্ত অসংখ্য রোগীর প্রাণ বাঁচাতে সহায়ক হয়েছে, শুধু ডে কেয়ার সেন্টারেই চিকিৎসা পেয়েছেন ১১,৫০২ জন রোগী।

 

ভাইস চ্যান্সেলর ডা. শাহিনুল আলম বলেন, দেশে রক্ত সঞ্চালন ব্যবস্থার গুণগত মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। বিএমইউ’র ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ নিরাপদ রক্ত সরবরাহ, শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা এবং রোগীসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


এছাড়াও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, “রক্তের কোনো বিকল্প নেই। একজন রক্তদাতার দান অনেকের জীবন বাঁচাতে পারে। নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য দেশব্যাপী সচেতনতা বাড়াতে হবে।”

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা. সোনিয়া শরমিন মিয়া ও ডা. নাদিয়া শারমিন তৃষা। সঞ্চালনা করেন ডা. ফারাহ আনজুম সোনিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রুহুল কদ্দুস বিপ্লব, ট্রান্সফিউশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহিন এবং সহকারী অধ্যাপক ডা. সুবর্ণা সাহা প্রমুখ।

আরও পড়ুন