Advertisement
Doctor TV

শনিবার, ৫ জুলাই, ২০২৫


স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের নাম ব্যবহার করে প্রতারণা

Main Image


স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রাশাসন) ডাঃ এ বি এম আবু হানিফ এর নাম ব্যবহার করে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীদের নিকট থেকে চাঁদা ও হুমকি প্রদান করছে একটি বিশেষ চক্র। গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

 

ডাঃ এ বি এম আবু হানিফের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়,  একটি প্রতারক চক্র স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা: এ বি এম আবু হানিফ এর নাম ব্যবহার করে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বদলীর ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনের মাধ্যমে মোটা অংকের চাঁদা দাবী করে আসছে। 
 

এতে আরো বলা হয়, এ ধরনের প্রতারক চক্রকে এবং তাদের মোবাইল নম্বরসহ চিহ্নিত করে নিকটস্থ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করা হলো।


 

আরও পড়ুন