Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


ইরানের ফারাবি হাসপাতালে ইসরায়েলি হামলা

Main Image


ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরায়েল হামলা চালিয়েছে। সোমবার (১৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে এই তথ্য জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

 

পোস্টে ফারাবি হাসপাতালে হামলার ঘটনা আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ এবং ‘যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছেন বাঘাই।

 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হামলায় হাসপাতালটির কিছু অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আইসিইউ ওয়ার্ডটি। এছাড়া হাসপাতালের বেশিরভাগ সরঞ্জাম এবং জানালা ভেঙে গেছে, যার ফলে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি বেশ কয়েকজন রোগী আহত হয়েছেন।

আরও পড়ুন