Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


ইরানে ডাক্তার-নার্সদের ছুটি বাতিল

Main Image


ইরানে ছুটিতে থাকা সব ডাক্তার ও নার্সদের অবিলম্বে নিজেদের কর্মস্থলে ফিরে আসার আদেশ দেয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য বিষয়ক উপ-মন্ত্রী সাইয়েদ সাজ্জাদ রেজাভি এই সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দিয়েছেন। সূত্রঃ আল-জাজিরা।

 

দেশটির স্বাস্থ্য বিষয়ক উপ-মন্ত্রী বলেন, ডাক্তার ও নার্সদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে এবং তাদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে, যাতে তারা শুধু চিকিৎসা সেবা প্রদানই না করেন, বরং চিকিৎসক দলের মনোবল এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

 

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মীদের পাশে রয়েছে এবং যেকোনো প্রয়োজনে সহায়তা ও সহযোগিতা প্রদান করতে প্রস্তুত বলে জানান।

 

এছাড়াও ইসরায়েলের হামলায় গণআহত রোগীদের চিকিৎসার জন্য বিশেষ নির্দেশিকা চিকিৎসা কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন