Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫


ওসমানী মেডিকেলে ইন্টার্নদের আবাসন নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় তদন্ত কমিটি গঠন

Main Image


সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নদের আবাসন নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সোমবার (১৬ জুন) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্য হলেন- অধ্যাপক ডা. শামীম আক্তার মিমি, ডা. তানজীনা চৌধুরী ও ডা. রওশন আরা বেগম।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকবৃন্দের আবেদনের প্রেক্ষিতে জানা যায় যে, দিলরুবা ছাত্রীনিবাস (পুরাতন) হলে এক অনাকাংখিত ঘটনা ঘটে। উক্ত বিষয়ে সরজমিনে তদন্ত করার জন্য নিম্নে উল্লেখিত শিক্ষক/চিকিৎসকবৃন্দের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হইল। উক্ত কমিটিকে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে জমা দানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।

আরও পড়ুন