Advertisement
Doctor TV

শনিবার, ২৬ জুলাই, ২০২৫


প্রস্তাবিত বাজেটে কেয়ারগিভার ও নার্সদের জন্য সুখবর

Main Image


অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটে কেয়ারগিভার ও নার্সদের জন্য সুখবর দেয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে এই দুই পেশাজীবীদের জন্য বৈদেশিক কর্মসংস্থানের পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। সোমবার (২ জুন) বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 

 

অর্থ উপদেষ্টা বলেন, উন্নত দেশগুলোর চাহিদা অনুযায়ী কেয়ারগিভার খাতে দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব হলে একদিকে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে এবং একই সঙ্গে প্রবাসী আয় অর্জনের নতুন দ্বার উন্মোচিত হবে। এ লক্ষ্যে কেয়ারগিভারদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণেনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নার্সিং শিক্ষায় পিএইচডি কোর্স চালু এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের জন্য একটি নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয় বিবেচনায় রয়েছে।

আরও পড়ুন