Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫


হাসপাতালের যন্ত্রপাতি আমদানিতে খরচ কমানোর প্রস্তাব

Main Image


দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করণের লক্ষ্যে রেফারেল হাসপাতালগুলোর পাশাপাশি ৫০ শয্যার অধিক সব হাসপাতাল স্থাপনের জন্য বাজেটে যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব করা হয়েছে। সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাজেট ঘোষণায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এ তথ্য জানান। 

 

এদিন, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন তিনি। এরমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। 

 

এছাড়া ক্যানসার প্রতিরোধক ওষুধসহ সব ধরনের ওষুধ শিল্পের কাঁচামাল আমদানি ও এপিআই তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক-কর অব্যাহতি সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন