Ad
Advertisement
Doctor TV

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫


ময়মনসিংহ মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের শপথ অনুষ্ঠিত

Main Image


ময়মনসিংহ মেডিকেল কলেজ (এমএমসি) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ ও ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মেডিকেল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে রোববার (১ জুন) সকাল ১১টায় উক্ত অনুষ্ঠানটি শুরু হয়। দিনভর বৃষ্টি,জলাবদ্ধতা সত্ত্বেও ইন্টার্ন চিকিৎসকরা স্বতঃস্ফূর্তভাবে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। 

 

অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক, কলেজের উপাধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগীয় প্রধানরা।

 

অনেকদিন পর ঘটা করে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজনে ইন্টার্ন চিকিৎসকরা খুবই আনন্দিত। 

 

অনুভূতি জানতে চাইলে মমেকহা ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডাঃ সাকিব হাসান বেলাল বলেন, শপথগ্রহণ অনুষ্ঠান প্রত্যেক ইন্টার্ন চিকিৎসকের জন্যই অনেক আরাধনার। আমাদের সকল ব্যাচমেটের আপ্রাণ চেষ্টায় অনেকদিন পর এমএমসিতে এ অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আমরা সবাই অনেক বেশি উল্লসিত। পরবর্তী ব্যাচগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

আরও পড়ুন