Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫


বিশেষ বিসিএসের জন্য বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি

Main Image


বিশেষ বিসিএস আয়োজনের লক্ষ্যে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা ২০১৪’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে (২৭ মে) এ সম্পর্কিত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানা গেছে, ৪৮তম বিসিএস হবে বিশেষ বিসিএস। এই বিসিএস আয়োজনের জন্যই বিধিমালা সংশোধনের করা হয়েছে।

 

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায়, শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে ৬৮৩ জন এবং স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার ৩০ জনকে চিকিৎসকের এন্ট্রি পদে নিয়োগের জন্য বিশেষ বিসিএস আয়োজন করতে পিএসসিকে জানানো হয়েছে। এরই অংশ হিসেবে বিধিমালা সংশোধন করা হয়েছে।

 

এর আগে সর্বশেষ ২০০৬ সালে ২৬তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে ১ হাজার ৪৭ জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়। পরে সাধারণ বিসিএসের সঙ্গে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হলেও শিক্ষার জন্য আলাদা বিসিএস নেওয়া হয়নি। বিশেষ ৩৯তম ও ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন