Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫


স্বাস্থ্য উপদেষ্টার ২ ব্যক্তিগত কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

Main Image


অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান চলমান থাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) মো. তুহিন ফারাবী ও বর্তমান পিএ মাহমুদুল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসাথে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ দেয়া হয়েছে। 

 

মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক নুর আলম সিদ্দিকী নিষেধাজ্ঞা ও ব্লকের আবেদন করেন।

 

আবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দফতরের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবি ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিদ দুর্নীতি ও অনিয়মের আশ্রয়ে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। 

 

অনুসন্ধানকালে জানা যায়, যে,  মুহাম্মদ তুহিন ফারাবী এবং মো. মাহমুদুল হাসান বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এই ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে দুর্নীতির রেকর্ডপত্র এবং সম্পদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান এবং জাতীয় পরিচয়পত্র ব্লককরণ করা একান্ত প্রয়োজন।

আরও পড়ুন