Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫


নতুন করে ৫ হাজার সিনিয়র স্টাফ নার্সের পদ সৃজন

Main Image


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর জন্য রাজস্বখাতে ৫ হাজার সিনিয়র স্টাফ নার্সের পদ সৃজন করা হয়েছে। সোমবার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে ও সূত্রোস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য রাজস্বখাতে ৫০০০ (পাঁচ হাজার) সিনিয়র স্টাফ নার্সের পদ সৃজনে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে প্রদান করা হলো।’

 

পদ সৃজনের প্রজ্ঞাপনে ৭টি শর্ত বেধে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শর্তগুলো হলো—

 

১. অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি গ্রহণ করতে হবে,

 

২. অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ হতে বেতনস্কেল ভেটিং করে নিতে হবে,

 

৩. মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে,

 

৪. অস্থায়ী পদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের ০৩.০৫.২০০৩ তারিখের ১১১নং স্মারকের নির্দেশনা অনুসরণ করতে হবে,

 

৫. পদ সৃজনের প্রক্রিয়া সম্পন্ন হলে হাসপাতালের সাংগঠনিক কাঠামো জনপ্রশাসন মন্ত্রণালয় হতে অনুমোদন করে নিতে হবে,

 

৬. পদ সৃজনের জি.ও.-তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত সকল শর্ত আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে এবং

 

৭. পদ সৃজনে অর্থ বিভাগের সম্মতির কপি এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত জি.ও.-র কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের 'সংগঠন ও ব্যবস্থাপনা' এবং 'সংস্কার ও গবেষণা' অনুবিভাগে প্রেরণ করতে হবে।

আরও পড়ুন