Ad
Advertisement
Doctor TV

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫


বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পতাকা উত্তোলনের অধিকার পেল ফিলিস্তিন

Main Image


এখন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পতাকা উত্তোলন করতে পারবে ফিলিস্তিন। ভোটে জয়লাভের মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক সংস্থাটিতে পতাকা তোলার অধিকার লাভ করলো দেশটি। সোমবার (২৬ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, বার্ষিক সম্মেলনে ফিলিস্তিনকে জাতীয় পতাকা উত্তোলন করতে দেয়ার বিষয়ে প্রস্তাব উত্থাপন করে চীন, পাকিস্তান, সৌদি আরবসহ বেশ কয়েকটি রাষ্ট্র। এর পর প্রতীকী ভোট অনুষ্ঠিত হয়। এতে ফিলিস্তিনের অধিকারের পক্ষে সমর্থন দেয় ৯৫টি দেশ। বিপক্ষে ভোট দেয় জার্মানি, হাঙ্গেরি, চেক রিপাবলিকের মতো দেশগুলো। ভোটদানে বিরত ছিল ২৭টি দেশ। তবে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ায় গৃহীত হয় প্রস্তাবটি।

 

এর ফলে জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি মেলার পথ আরও সুগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

আরও পড়ুন