Advertisement
Doctor TV

রবিবার, ২৫ মে, ২০২৫


আত্মহত্যাচেষ্টার ৩ দিন পর মারা গেলেন মেডিকেল শিক্ষার্থী সজীব বাড়ৈ

Main Image


শরীরে ‘ইনজেকশন পুশ করে আত্মহত্যার চেষ্টা করা বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫০ ব্যাচের শিক্ষার্থী সজীব বাড়ৈ মারা গেছেন। শনিবার (২৪ মে) বিকালে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। গণমাধ্যমকে এ তত্য নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার। 

 

মৃত সজীব বাড়ৈ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের সুধীর রঞ্জন বাড়ৈর ছেলে।

 

শের-ই-বাংলা মেডিকেলের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মো. আজিম বলেন, সজীবের ব্যাচের শিক্ষার্থীরা বর্তমানে ইন্টার্নশিপ করছেন। কিন্তু তিনি এখনও তৃতীয় বর্ষে। ‘অ্যাকাডেমিক চাপ সইতে না পেরে’ ও পিছিয়ে পড়ায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। 

 

আজিমের ভাষ্যমতে, বৃহস্পতিবার (২২ মে) রাতে ডিপ্রেশনে আত্মহত্যার চেষ্টা করেন। সেসময় তাকে উদ্ধার করে প্রথমে বরিশালে ও পরে ঢাকায় পাঠানো হয়।

সজীবের একটি ‘নোট’ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সেখানে লেখা- ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না’।

 

অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার বলেন, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে কিছুদিন পূর্বে সজীব শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। অবস্থান উন্নতি না হওয়ায় ঢাকা পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন