Advertisement
Doctor TV

রবিবার, ২৫ মে, ২০২৫


আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

Main Image


আন্তর্জাতিক পত্রিকা টাইম ১০০ হেলথ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় এবং বিশ্ব স্বাস্থ্য ক্ষেত্রে অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবে আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। 
 

শনিবার বিকেলে সাক্ষাৎকালে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে আইসিডিডিআর,বি-র মতো বিশ্বমানের একটি প্রতিষ্ঠান থাকা দেশের জন্য বিশেষ গর্বের। বাংলাদেশসহ বিশ্বব্যাপি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে এবং তাদের জীবনমান উন্নত করেছে আইসিডিডিআর,বি। 

 

তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে যে গবেষণালব্ধ বৈজ্ঞানিক প্রমাণ শুধু প্রকাশনার জন্য নয়, বরং এটি বাস্তব জীবনে প্রয়োগের জন্যও। আমি আশা করি আমাদের স্বাস্থ্যখাতের সাথে জড়িত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য আইসিডিডিআর,বি-র গবেষণা এবং উদ্ভাবন কাজে লাগবে। ইতিপূর্বে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ক্ষেত্রে আইসিডিডিআর,বি অনন্য ভূমিকা পালন করছে। 
 

এ সময় বিজ্ঞানের মাধ্যমে স্বাস্থ্য, ন্যায্যতা এবং শান্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আইসিডিডিআর,বি-র মতো প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবেও অব্যাহত সহায়তা প্রদানরে আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।
 

ড. তাহমিদ আহমেদ প্রধান উপদেষ্টার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসকে তাঁর উৎসাহমূলক বার্তা এবং নির্দেশনার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের জন্য তাঁর সহায়তা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আমরা ক্রমবর্ধমান বৈশ্বিক তহবিল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, যা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর গবেষণা প্রতিষ্ঠানগুলিকে প্রভাবিত করছে।
 

বৈঠকে গবেষণায় সরকারের সহযোগিতা এবং নেতৃত্বের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয় এবং বাংলাদেশের দীর্ঘস্থায়ী এবং অন্তর্ভুক্তিমূলক জনস্বাস্থ্য উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায়  সরকারকে সাথে আইসিডিডিআর,বি-সহ বৈজ্ঞানিক উৎকর্ষতার জন্য বিশ্বব্যাপী সমাদৃত প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের গুরুত্বের বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন