Advertisement
Doctor TV

রবিবার, ২৫ মে, ২০২৫


ঢাকা ডেন্টালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইমাদুল হক আর নেই

Main Image


না ফেরার দেশে চলে গেলেন ঢাকা ডেন্টাল কলেজ ও সিটি ডেন্টাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইমাদুল হক। শনিবার (২৪ মে) তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

 

অধ্যাপক ডা. ইমাদুল হকের মৃত্যুর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন ঢাকা ডেন্টাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল। 

 

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন অধ্যাপক ডা. ইমাদুল হক।
 

কর্মজীবনে সিটি ডেন্টাল কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ অর্থোডন্টিক্স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. ইমাদুল হক ছিলেন দেশের ডেন্টিস্ট্রির প্রথম ব্যাচের ছাত্র।
 

অধ্যাপক ডা. ইমাদুল হকের মৃত্যুতে চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকেই।

আরও পড়ুন