৪৮তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) এর সিলেবাস প্রকাশ করেছে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। বুধবার (২১মে) দুপুরে পিএসসি’র ওয়েব সাইটে সিলেবাস প্রকাশ করা হয়।
প্রকাশিত সিলেবাস অনুযায়ী- পরীক্ষা পূর্ণমান ২০০ নম্বর। এর মধ্যে বাংলা ভাষায় ১৫ নম্বর, বাংলা সাহিত্যে ৫ নম্বর, ইংরেজি গ্রামারে ১৫ নম্বর, ইংরেজি সাহিত্যে ৫ নম্বর, বাংলাদেশ বিষয়াবলী ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলি ২০ নম্বর, গাণিতিক যুক্তিতে ১০ নম্বর, মানসিক দক্ষতায় ১০ নম্বর।
স্বাস্থ্য ক্যাডারের জন্য মেডিকেল সায়েন্সের পার্ট-১-এ প্রি অ্যান্ড প্যারা ক্লিনিক্যালে ৫০ নম্বর, পার্ট-২-এ ক্লিনিক্যালে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। এছাড়া ডেন্টাল সায়েন্সের পার্ট-১-এর অ্যানাটমি ও ডেন্টাল অ্যানাটমিতে ৫০ এবং পার্ট-২-এ ওরাল সার্জারি অ্যান্ড অ্যানেস্থিসিয়াতে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ৪৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ সম্পন্ন করার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা রয়েছে।
আরও পড়ুন