Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


জয়পুরহাটের ক্ষেতলালে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

Main Image


ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনকৃত এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় স্থানীয় জনসাধারণের মাঝে মেডিকেল সেবা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ মে) ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জয়পুরহাটের ক্ষেতলাল মডেল পাইলট স্কুল প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

 

এ সময় স্থানীয় ৯৩৮ জন জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়। 

 

উল্লেখিত ক্যাম্পেইনে মেডিসিন, শিশু, প্রসূতিরোগ এবং চক্ষু বিশেষজ্ঞগন এই এলাকার জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন। রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোতেও ক্রমান্বয়ে এই ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে।  
 

রাজশাহী বিভাগের জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় এবং মানবিক সহায়তা চলমান রাখার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। 

আরও পড়ুন