Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২০ মে, ২০২৫


বিশেষ বিসিএসে ৫০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি

Main Image


আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসে ৫০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি জানিয়েছেন ডেন্টাল চিকিৎসকেরা। রোববার (১৮ মে) রাজধানীর শাহবাগ মোড়ে ‘বাংলাদেশ ডেন্টাল ঐক্য পরিষদের’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান বিডিএস ডিগ্রিধারী বিসিএস প্রার্থীরা।

 

মানববন্ধনে ঐক্য পরিষদের নেতারা বলেন, ১৮ কোটি জনসংখ্যার দেশের বেশির ভাগ মানুষ প্রায়শ মুখ ও দাঁতের নানাবিধ রোগে ভুগে থাকেন। দেশে মুখ ও মুখ গহ্বরের ক্যানসারে আক্রান্তের হার দ্বিতীয় সর্বোচ্চ বলে গবেষণায় উঠে এসেছে। বেসরকারিভাবে এ চিকিৎসা ব্যয়বহুল। প্রাথমিকভাবে ডেন্টাল সার্জন রোগ নির্ণয় করে চিকিৎসা দিলে তা প্রতিরোধ সম্ভব। উপজেলাগুলোতে চার থেকে পাঁচ লাখ মানুষের বিপরীতে ৩১, ৫০ ও ১০০ শয্যার হাসপাতালগুলোতে ডেন্টাল সার্জনের পদ একটি। ১০ ও ২০ শয্যার হাসপাতালগুলোতে ডেন্টাল সার্জনের পদ নেই।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) বিগত ৩৯তম বিশেষ বিসিএসে ছয় হাজার এমবিবিএস চিকিৎসকের বিপরীতে ২৫০ জন বিডিএস চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। ৪২তম বিশেষ বিসিএসে বিডিএস চিকিৎসক নিয়োগ হয়নি। ৪৮তম বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা চলছে। এতে বিডিএস চিকিৎসকের কোনো পদ নেই। এসব কারণে উচ্চশিক্ষিত বেকারদের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্বের মধ্যে পড়েছেন ডেন্টাল সার্জনেরা।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে বিডিএস সম্পন্ন করা জহিরুল ইসলাম, রাশেকীন সিদ্দিক ও ফাবিহা শারমিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ইসমাইল হোসেন, ঢাকা ডেন্টাল কলেজের হাবিবুল্লাহ মারজান ও লায়েক আহমেদ, সাপোরো ডেন্টাল কলেজের জুই দেওয়ান-সহ অনেকে। 

আরও পড়ুন