Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২০ মে, ২০২৫


৭৮তম বিশ্ব স্বাস্থ্য পরিষদের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদল

Main Image


সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ৭৮তম বিশ্ব স্বাস্থ্য পরিষদে বাংলাদেশের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল অংশগ্রহণ করছেন। ১৯ মে থেকে ২৭ মে পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে ৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান। 
 

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিচালক (পরিকল্পনা) সাবিনা পারভীন, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মহিউদ্দিন আল হেলাল ও স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. সাবিনা আশরাফি লিপি। 

 
প্রতিনিধি কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (১৯ মে) সকালে জেনেভার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত গুরুত্বপূর্ণ সাইড ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। সাইড ইভেন্টের শিরোনাম ছিল: “Scaling up Midwifery Models of Care to Accelerate Maternal and Newborn Health”।

আরও পড়ুন