বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স
রংপুরের হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টাররের সহযোগীতায় এল্ডার্লি কেয়ার বাংলাদেশ এর আয়োজনে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) আয়োজিত ক্যাম্পে অধ্যাপক ডা. মো. জাকির হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল টিম বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম। সভাপতিত্ব করেন বর্তমান স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান। বক্তব্য রাখেন সাবেক সচিব ও সোনার বাংলা ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার হোসনে আরা বেগম, রংপুরের হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. মো. জাকির হোসেন, রাজশাহী বিভাগের ডিআইজি, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) , নাটোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, গুরুদাসপুরের ইউএনও ও টিএমএসএস হেলথ সেক্টরের ডিইডি ডা. (রোটা) মতিউর রহমানসহ অনেকে।
উল্লেখ্য, খুবজিপুরে এল্ডার্লি কেয়ার সেন্টার উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আরও পড়ুন